বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন

শেরপুর টিটিসির নতুন অধ্যক্ষ মো. মাঈনুদ্দিন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ বার পঠিত

শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর নতুন অধ্যক্ষ হিসেবে মো. মাঈনুদ্দিন যোগদান করেছেন। তিনি এই টিটিসির চতুর্থ অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন। তিনি বদলী জনিত সদ্য বিদায়ী শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর স্থলাভিষিক্ত হলেন।

মো. মাঈনুদ্দিন শেরপুর টিটিসিতে নিয়োগ প্রাপ্তের আগে ২০২৪ সালের ২৩ অক্টোবর বি-বাড়িয়া টিটিসিতে যোগদান করে চলতি বছরের ৫ ফেব্রæয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। এরও আগে দীর্ঘ প্রায় ছয়টি বছর পটুয়াখালী টিটিসিতে সুনামের সহিত দায়িত্ব পালন করে টিটিসিতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-শিক্ষক, অভিভাবক, প্রশাসন ও স্থানীয়দের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর বদলী জনিত বিদায় এবং নতুন অধ্যক্ষ মো. মাঈনুদ্দিন-এঁর যোগদান উপলক্ষ্যে শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে টিটিসির শিক্ষক-কর্মচারীগন।

টিটিসির কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-শিক্ষকগন নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং বিদায়ী অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-কে সুসজ্জিত একটি গাড়িতে করে বিদায় জানানো হয়।

এসময় চীফ ইন্সট্রাক্টর এস.এম আজহার, ইনস্ট্রাক্টর ইসমাইল হোসেন, তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার ও রবিউল ইসলামসহ টিটিসির অন্যান্য ইন্সট্রাক্টর-প্রশিক্ষক, বিভিন্ন ট্রেডের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারীগন ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিদায়ী অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-কে খুলনা মহিলা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে বদলি করা হয়েছে। তিনি শেরপুর সারকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২১ সালের ১২ সেপ্টেম্বর হতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে গেলেন। তার একনিষ্টতা, সততা, কর্মদক্ষতা, কর্মপ্রিয়তা ও প্রশাসনিক দক্ষতা সকলকে মুগ্ধ করেছে। অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান খুলনা মহিলা সরকারি টিটিসির বদলী জনিত বিদায়ী অধ্যক্ষ জিয়াউর রহমান-এঁর স্থলাভিষিক্ত হয়েছেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।