শেরপুরে বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আকরাম হোসেন (৪২) ও আব্দুল হানিফ (৪৫) নামে এক কৃষক ও একব কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে। কৃষক আকরাম হোসেন সাত্তারকান্দি গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং কৃষি শ্রমিক আব্দুল হানিফ একই গ্রামের মৃত সমেজ আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আকরাম হোসেন সকালে বোরো খেতে বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে সেচ দেওয়ার জন্য যান। তারা ধারনা করে বলেন, সেচ পাম্পের সুইচ দিতে গেলে হয়তোবা অসাবধানতাবশত আকরাম হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন, আর তাকে বাঁচাতে তারই শ্রমিক আব্দুল হানিফ এগিয়ে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন এবং দুইজনই ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন।
এলাকার অনেকে জানান, সকাল ১০টার দিকে স্থানীয় এক কৃষক তার খেতে সেচ দেওয়ার উদ্দেশ্যে সংশ্লিষ্ট সেচ পাম্পের কাছে গিয়ে দেখেন, কৃষক আকরাম হোসেন ও কৃষি শ্রমিক আব্দুল হানিফের মরদেহ মাটিতে পড়ে আছে। এর পরে ওই কৃষক নিহতের পরিবারের সদস্যদের খবর দেন। এলাকাবাসী ধারনা করে বলেন, বৈদ্যুতিক সেচ পাম্প দিয়ে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই এই দুইজনের মৃত্যু হয়েছে।