বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

নকলায় ভিডব্লিউবি উপকারভোগীর মাঝে সঞ্চয়ের টাকা প্রদান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পঠিত

শেরপুরের নকলায় মহিলাবিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর আওতায় উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের উপকারভোগীর মাঝে ২০২৩-২৪ দুই বছরে সঞ্চয়ের টাকা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পাঠাকাটা ইউপির চেয়ারম্যান আব্দুস ছালাম-এঁর সভাপতিত্বে উপকারভোগীর মাজে সঞ্চয়ের টাকা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্য মতে, প্রতি উপকারভোগীর মাঝে মাসিক ২২০ টাকা হারে ২৪ মাসের মোট ৫ হাজার ২৮০ টাকা করে সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে। এ হিসেব মতে ইউনিয়নের ২৬৪ জন উপকারভোগীর মাঝে মোট ১৩ লাখ ৯৩ হাজার ৯২০ টাকা বিতরণ করা হয়েছে।

এসময় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার পাঠাকাটা ইউনিয়নের এজেন্ট ও নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামসহ ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, গ্রাম পুলিশগন ও ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত ২৬৪ জন ভিডব্লিউবি সুবিধাভোগী বিভিন্ন বয়সের নারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।