বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন

নকলায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ বার পঠিত

শেরপুরের নকলায় উপজেলা পর্যায়ে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন প্রতিযোগিতা-২০২৫ শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ এ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ উপলক্ষে সকালে আলোচনা সভা ও বিকেলে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এ্যাথলেটিক্স প্রতিযোগিতা পরিচালনা উপকমিটির আহবায়ক উমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ ফখরুল আলম, সাধারণ সম্পাদক ও উপজেলা জিয়া মঞ্চের সভাপতি সাইদুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রাসেল সরকার প্রমুখ।

এসময় উপজেলা একাডেমীক সুপারভাইজার ফারহানা জাহান সিরাজী, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সাংবাদিক শাহাজাদা স্বপন, মামুন মিয়া ও হেলাল উদ্দিন বাবুসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, মাধ্যমিক স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগনসহ ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, খেলোয়াড়বৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদি অগণিত দর্শক উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলেদেন।

জানা গেছে, উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারীদের জেলা পর্যায়ে প্রতিযোগী হিসেবে প্রেরণ করা হবে। পরে পর্যায়ক্রমে জেলায় প্রথম স্থানকারীরা বিভাগীয় পর্যায়ে, অতপর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।