শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ইউনিয়ন যুব অধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে। মো. রনি সরকার-কে সভাপতি ও মো. সুজন মিয়া-কে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি আংশিক কমিটি গঠন করা হয়। রবিবার (২ ফেব্রæয়ারী) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি মোতাবেক জানা গেছে, পহেলা ফেব্রæয়ারী (শনিবার) বিকেলে উপজেলার নারায়নখোলা বাজারে অনুষ্ঠিত এক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ যুব অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার আওতাধীন নকলা উপজেলার ৮নং চরঅষ্টধর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আংশিক কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন, ২ জন সহ-সভাপতি মো. কামরুল সরকার ও মো. জুবায়ের মন্ডল, সহ-সাধারণ সম্পাদক মো. নয়ন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাঁরা সরকার, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজ উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল খাঁন, দপ্তর সম্পাদক মো. সুমন হাসান, প্রচার সম্পাদক আলাল মিয়া, অর্থ সম্পাদক মো. রাজ মাহমুদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রমিজ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মমিন মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. এনামুল খাঁন, আইন বিষয়ক সম্পাদক মো. শাহীন শেখ এবং ৬ জন কার্যকরী সদস্য মো. রাশিদুল মিয়া, মো. সুরুজ্জামান, মো. লোকমান মিয়া, মো. নোমান মিয়া, মো. সোহেল মন্ডল ও মো. দুলাল মন্ডল।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মো. শাহিনুর আলম (শাহিন) ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানা নিজ নামে স্বাক্ষর করে এক বছর মেয়াদী এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নবগঠিত কমিটির সভাপতি মো. রনি সরকার ও সাধারণ সম্পাদক মো. সুজন মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের অনুভ‚তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে সদা তৎপর থাকবো। ‘আজকের তরুণরাই আগামীর কান্ডারী’ এই বিশ্বাস থেকেই আমাদের সংগঠনের শ্লোগান দেওয়া হয়েছে ‘তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার’। আর এই শ্লোগানকে দেশব্যাপি সফলতার সহিত বাস্তবায়ন করতে আমাদের যেমনটা করণীয় আছে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জনগণকে সাথে নিয়ে ঠিক তেমনটাই অতীতে করেছি, বর্তমানেও করছি এবং ভবিষ্যতে আরো দ্রæতার সহিত বাস্তবায়ন করব ইনশাআল্লাহ।’ এর জন্য সর্বসাধারনের সমর্থন, দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।