শেরপুরের নকলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গরীব অসহায়, দুস্থদের জীবনমান উন্নয়নে এককালীন আর্থিক অনুদান বিতরণ কার্যক্রম চলছে।
এর অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ৩৯ জন গরীব অসহায়, দুস্থ সুবিধাভোগীর মাঝে ভিন্ন ভিন্ন হারে মোট ৮৬ হাজার ৫০০ টাকা এককালীন আর্থিক অনুদান বিতরণ কাজ চলছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ে বেশ ককেজন নারী-পুরুষ সুবিধাভোগীর হাতে প্রাপ্যতার ভিত্তিতে এককালীন আর্থিক অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, অফিসসহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মোখলেছুর রহমান, সদ্য পিআরএল-এ যাওয়া ইউনিয়ন সমাজকর্মী মো. ছায়েদুর রহমান, ৬নং ও ৯নং ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সমাজকর্মী সালমা ইসলাম, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গরীব, অসহায়, দুস্থ সুবিধাভোগী নারী-পুরুষগন উপস্থিত ছিলেন।