মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শেরপুরে জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩০ বার পঠিত

শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে ও আয়োজনে বাজিতখিলা দাখিল মাদ্রাসার মিলনায়তনে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে এ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ।

জেলা জামায়াতের সেক্রেটারী নুরুজ্জামান বাদলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ড. ছামিউল হক ফারুকী, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ আসনের জামায়াত মনোনিত সাংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম।

এসময় অন্যন্যদের মধ্যে, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল বাতেন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা কর্ম পরিষদ সদস্য ও পেশাজীবি বিভাগের সেক্রেটারি ডা. আনোয়ার হোসাইন, সমাজ সেবা বিভাগের সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, উলামা বিভাগের সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুর রহমান, তরবিয়ত সেক্রেটারি মাহফুজুর রহমান, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি গোলাম কিবরিয়া, জেলা শুরা সদস্য মাওলানা আব্দুল কাদের, মাওলানা নুরু ন্নবী, আব্দুল হাকিমসহ জেলা-উপজেলা জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই শিক্ষা শিবিরটি শনিবার সকাল ৮ টায় শুরু হয়ে আসর নামাজের পরে শেষ হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।