শেরপুরের নকলায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যদিয়ে তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন করেছে এক দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা। এ উপলক্ষে বুধবার দুপুরের দিকে উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা তাদের প্রিয় বিদ্যাপীঠের আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করে।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষগনের সার্বিক তত্বাবধানে গঠিত বিভিন্ন নদীর নামে দলীয় শিক্ষার্থীরা এ কর্মসূচি বাস্তবায়ন করে। শিক্ষার্থীরা তাদের প্রিয় মাদ্রাসার আঙ্গিনায় ছড়িয়ে ছিটিয়ে থাকা টুকরো কাগজ, পলিথিন ও ইট-পাথরসহ উচ্ছিষ্ট পরিষ্কার করে।
মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম কর্মসূচি উদ্বোধন করেন। এসময় সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, শওকত আলী, মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, তাহেরা সুলতানা, সহকারী মৌলভী হযরত আলী ও ফুলেছা খাতুন; কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী এবং সকল শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।