শেরপুরের নকলায় ‘বালিগঞ্জ বাজার বন্ধুমহল ফুটবল টুর্নামেন্ট ২০২৪/২০২৫-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের বালিগঞ্জ বাজার সংলগ্ন কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়। এতে নকলা ফুটবল একাদশ ২-১ গোলে নারায়নখোলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে ওই মাঠে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কসহ খেলোয়াড়দের হাতে পুরষ্কার তুলেদেন। খেলাটি পরিচালনা করেন শাহ আলম, মীর মোতালেব হোসেন শিপন ও মামুন মিয়া।
সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হক (মোজা)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরী এবং প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী তরুণ সমাজসেবক দেলোয়ার হোসেন সাঈদী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান খোরশেদুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইশরাফিল খলিল, মহিউদ্দিন মুক্তার, মোবাশ্বের আলী টুটন চৌধুরী, শহিদুল ইসলাম (মোনায়েম সরকার), যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিব খান, জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন, উপজেলা বিএনপির সদস্য রাব্বেনূর চৌধুরী, পাঠাকাটা ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোবারক হোসেন মিন্টু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাবেক ইউপি সদস্য ইয়ার উদ্দিন খান উস্থিত ছিলেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, নামা কৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাওলানা মো. ফখরুল আলম, বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন নকলা উপজেলা শাখার সভাপতি মমতাজুর রহমান লতা, পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি ও যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর, বিএনপি নেতা তৌফিকুল আরিফ, রুবেল মিয়া, আয়নাল হক, মারুফ হোসেন ভুট্টো, মাফিজুল, মনিরুজ্জামান, শরিফ আহম্মেদ পলাশ, মাসুম মিয়া, তৌহিদুর রহমান লায়ন, আবু সালিম সুজন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক অর্ণবসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সংবাদকর্মীগন, বিভিন্ন স্পোটিং ক্লাবের খেলোয়াড়বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণীর ক্রীড়ামোদি অগণিত সাধারণ জনগন উপস্থিত ছিলেন।