মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

নকলায় তৎকালীন হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরী’র মৃত্যুবার্ষিকী পালন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পঠিত

শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সাবেক এমপি ও বিএনপি সরকার দলীয় তৎকালীন হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী-এঁর ১৪ম মৃত্যুবার্ষিকী (৪ জানুয়ারি) পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন যৌথভাবে এক স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

উপজেলা বিএনপির আহবায়ক খোরশেদুর রহমান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনৈতিক অভিভাবক হিসেবে পরিচিত প্রয়াত জাহেদ আলী চৌধুরীর সহধর্মীনি ফরিদা চৌধুরী, প্রিয় অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী বক্তব্য রাখেন।

জেলা বিএনপি সাবেক সদস্য এনামুল হক রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক ও উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, ফাহিম চৌধুরীর স্ত্রী শেনাওয়া চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার,  যুগ্ম আহবায়ক মোনায়েম সরকার, টুটন চৌধূরী, সদস্য রাব্বেনূর চৌধুরী, বিএনপির নেতা মোকশেদুল হক শিবলু, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. ছায়েদুর রহমান ও উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিম, পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি ও যুগ্ম আহবায়ক জাহিদুল আলম আলমগীর প্রমুখ।

আলোচনা সভার পরে তৎকালীন বিএনপি সরকার দলীয় হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরী-এঁর রূহের মাগফেরাত কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক মাওলানা মো. ফখরুল আলম।

এসময় ছাত্রনেতা তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন বাবুসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী নালিতাবাড়ীর কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী জাপান প্রবাসী দুলাল চৌধুরীর উদ্যোগে ও আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন মাঠে এক স্মরণসভা ও দোয়া মাহফিল করা হয়েছে। এতে পৌর বিএনপির আহবায়ক কামররুল আলম খান লিটন, সদস্য সচিব আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির নেতা, বেলায়েত হোসেন, রজব আলী, সদস্য মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোরাদুজ্জামান মাসুম, শহর যুবদলের আহবায়ক মশিউর রহমান লুটাস, যুগ্ম আহ্বায়ক মীর হাসান, যুগ্ম আহবায়ক হাসান আলী সরকার, উপজেলা শ্রমিক দলের আহবায়ক জিয়ারুল হক জিয়া, উপজেলা তারেক পরিষদের সদস্য সচিব হুমায়ূন কবির, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবাায়ক হাবিবুর রহমান জয়সহ অনেকে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, জাহেদ আলী চৌধুরী ১৯৪৭ সালে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী হন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচন করেন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সংসদ নির্বাচনে বিজয়ী হন। এই অষ্টম জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। সেইসাথে শেরপুর জেলার দায়িতপ্রাপ্ত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরপরেই তিনি কেন্দ্রীয় নেতৃত্বে আসেন। সেখানে তিনি প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মোহামেডান ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন নকলার কৃতি সন্তান জাহেদ আলী চৌধুরী। ২০১১ সালের ৪ জানুয়ারীতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।