মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৫১ পূর্বাহ্ন

নকলায় সমাজেসেবা দিবস উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬০ বার পঠিত

শেরপুরের নকলায় জাতীয় সমাজ সেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ওয়াকাথন ও মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে এসব কর্মসূচী পালন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীসমূহে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।