মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

নকলায় বদলিজনিত বিদায়ী ২ কর্মকর্তাকে অফিসার্স ক্লাবের সংবর্ধনা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পঠিত

শেরপুরের নকলায় বদলিজনিত বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ও উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসাইন-কে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ উপলক্ষে, ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে অফিসার্স ক্লাবের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী কর্মকর্তাগনসহ অফিসার্স ক্লাবের অনেকেই বক্তব্য রাখেন।

বিদায়ী কর্মকর্তাদ্বয় তাদের বক্তব্যে বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব ইউএনও স্যারসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তাগনের নির্দেশে ও পরামর্শক্রমে নিষ্ঠার সহিত যথাযথ ভাবে পালন করতে সদা চেষ্টা করেছি। এপর্যন্ত দেশের বেশ কয়েকটি জেলা-উপজেলায় কাজ করার সুযোগ হয়েছে। তবে নকলায় আমরা অনেক কিছু অর্জন করেছি। নকলা থেকে অর্জিত জ্ঞান ও সহকর্মীদের সহযোগিতা কোদিন ভুলার নয়। এখানকার কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভবিষ্যৎ কর্মজীবন অতিবাহিত করতে চাই। সবার দোয়া থাকলে পরবর্তী কর্মস্থল অধিকতর মসৃণ ও সুখকর হবে বলে আশাব্যক্ত করেন বিদায়ী কর্মকর্তাগন। নকলা থেকে অর্জিত অভিজ্ঞতা তাদের পাথেয় হয়ে থাকবে বলেও তাঁরা জানান। তাঁরা বক্তব্যের মাধ্যমে সবার কাছে দোয়া কামনা করেন।

সবশেষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ও উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসাইন-এঁর হাতে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক/ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময়, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ অফিসার্স ক্লাবের সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।