মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন

নকলায় তারুণ্যের উৎসব উপলক্ষে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৯১ বার পঠিত

শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে তরুণদের অংশগ্রহণ ও সহযোগিতায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে উপজেলা পরিষদ চত্বরে এই অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিত্র-এঁর নির্দেশনায় ও সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া’র পরামর্শক্রমে এই পরিস্কার পরিচ্ছনতা অভিযানটি পরিচালিত হয়। এতে সার্বিক তত্ববধানে ছিলেন, পৌরসভার সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ ও সুপার ভাইজার ফজলে রাব্বী রাজন।

এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমানসহ পৌরসভার হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন ও গৌড় দেবনাথ, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপনসহ নকলা পৌরসভাসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, তরুণ সমাজ ও পরিচ্ছন্নতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।