শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশের পাশাপাশি কৃতিশিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসাটির সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা এবং বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক মো. শওকত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পরিষদের শিক্ষানুরাগী সদস্য খন্দকার ফারুকুল ইসলাম লাল মিয়া, সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সহকারী মৌলভী হযরত আলী প্রমুখ।
আলোচনা সভার পরে ২০২৪ সালের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফলে প্রতি ক্লাসের সেরা তিন (প্রতি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী) শিক্ষার্থীর হাতে উদ্দীপনা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়। অতিথিবৃন্দ এসব উপহার সামগ্রী কৃতিশিক্ষার্থীদের হাতে তুলেদেন।
এসময় মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য আব্বাছ আলী, ছাইদুল ইসলাম ও নজরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সদ্য অবসরে যাওয়া সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান খান, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, তাহেরা সুলতানা, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও অন্যান্য শিক্ষক-কর্মচারী, বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবকগন, শিক্ষানুরাগী মহল, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সবশেষে, বিদায়ী ২০২৪ সালে ঘটে যাওয়া সকল অপ্রীতিকর ঘটনাকে ভুলে, দেশ ও জাতির উন্নয়নে আগামী বছর নতুন উদ্যমে নতুন ভাবে যাত্রা শুরু করার প্রত্যয়ে উপস্থিত সকলকে সাথে নিয়ে বিশেষ দোয়া পরিচালনা করেন সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম।