শেরপুরের নকলায় বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ) উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদন করা হয়েছে। স্বাস্থ্য সহকারী মমতাজুর রহমান লতা-কে সভাপতি ও স্বাস্থ্য সহকারী মো. হাবিবুর রহমান-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দুই বছর মেয়াদী (২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত) এই কমিটি গঠন করা হয়।
কমিটি অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি উম্মে রায়হানা, ২ জন যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া ও জান্নাতুন নাহার মুনমুন, সংগঠনিক সম্পাদক খন্দকার শরীফ হোসেন, অর্থ সম্পাদক শাহিনুর আলম (বিপ্লব), দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম (চাইনিজ), প্রচার সম্পাদক সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক মোছা. জাহিদা আক্তার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোছা. আফরোজা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মো. হাফিজুল হাসান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোছা. শেফালী বেগম, সম্মানিত সদস্য আনোয়ার হোসেন এবং ৬ জন কার্যকরী সদস্যরা হলেন মো. রেজাউল করিম, নাহিদুর রহমান, মাসুম বেলাল, নাসরিন জাহান, হাফছা আইরিন মিলি ও মোস্তাফিজুর রহমান।
উল্লেখ্য, গত মাসের ১২ নভেম্বর (মঙ্গবার) বিকালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক সাধারণ সভায় কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে মমতাজুর রহমান লতা-কে সভাপতি ও মো. হাবিবুর রহমান-কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়। পরে ২০ ডিসেম্বর বাংলাদেশ হেল্থ এ্যাসিসট্যান্ট এসোসিয়েশন (বিএইচএএ) জেলা শাখার সভাপতি মশিউর রহমান ও আনোয়ার হোসেন নিজ নামে স্বাক্ষর করে এ কমিটির অনুমোদন প্রদান করেন। অনুমোদিত এ কমিটি ২৯ ডিসেম্বর (রবিবার) বিকেলে উপজেলার নেতৃবৃন্দের হাতে পৌঁছে। পরে ৩০ ডিসেম্বর (সোমবার) বিকেলে ওই অনুমোদিত কমিটির কপি প্রেস নোটিশ/অফিস নোটিশ আকারে প্রকাশ করা হয়।