শেরপুরের নালিতাবাড়ী ও নকলা উপজেলায় ‘যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’ নামক এক সংস্থার উদ্যোগে ও অর্থায়নে ২ হাজার ৬০০ জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার প্রোগ্রাম ম্যানেজার মো. রেজাউল করিমের সার্বিক তত্বাবধানে শনিবার নালিতাবাড়ী উপজেলায় ৩ টি ভ্যানুতে ও বৃহস্পতিবার নকলা উপজেলায় ৩ টি ভ্যানুতে একহাজার ১০০ টি করে মোট ২ হাজার ২০০ টি কম্বল এবং ২০০ টি করে মোট ৪০০ টি শাল বিতরণ করা হয়।
নালিতাবাড়ীর বিতরণ অনুষ্ঠানে নালিতাবাড়ী কল্যাণ ফোরামের চেয়ারম্যান জেলা জামায়াত নেতা মুহাম্মদ গোলাম কিবরিয়া ভিপি, নালিতাবাড়ী দারুল ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, সদস্য হেলাল উদ্দিন ও আরিফুল ইসলাম; প্রেসক্লাব নালিতাবাড়ীর যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল মোমেন, রাজনগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আমিনুর রসুল, নালিতাবাড়ী ইসলামি পাঠাগার পরিচালনা পরিষদের সভাপতি জাহিদ হাসান শীতার্ত নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
নকলার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, ইউনিয়ন বিএনপির সভাপতি মহিদুল ইসলাম তালুকদার, নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেন, এতিম খানার মোহতামিম হাফেজ মো. শহিদুল ইসলাম ও হাফেজ মাওলানা মাহদি হাসান, হাফেজ মাওলানা শামীম আহমেদ, হাফেজ মো. মোবারক হোসেন, নকলা যুব ফোরামের সদস্য লিমন আহমেদ ও নাঈম মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এতিমখানা ও হাফেজি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং দরিদ্র শীতার্ত নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।
সীমান্তবর্তী জেলা শেরপুরের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার শীতার্তরা হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শীত নিবারনের জন্য বিনামূল্যে উন্নত মানের কম্বল ও শাল পেয়ে ‘যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’ সংস্থার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এছাড়া এমন মহতি উদ্যোগের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ ও বিতরণ কাজে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা।