মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

নালিতাবাড়ী সংবাদদাতা:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৮ বার পঠিত

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন করেছে সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের কর্মকর্তারা বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ী আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সুপারিশ প্রত্যাহার ও সকল উপসচিব পদে কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করে প্রশাসনের সকল স্তরে মেধা ভিত্তিক নিয়োগ দিতে দাবি জানানো হয়৷

মানববন্ধনে বক্তব্য দেন- বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা মো. মওদুদ আহমেদ, বিসিএস (মৎস্য) ক্যাডারের কর্মকর্তা মো. সারোয়ার হোসাইন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ, বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের কর্মকর্তা ডা. সাকিব হোসেন সাগর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম খান প্রমুখ৷ এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।