শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ঠ হয়ে উসমান গণি (৪৫) নামের এক মসজিদের খতিব ও ইমাম নিহত হয়েছেন। শনিবার রাত পৌণে ৭টার দিকে উপজেলার কুর্শাবাদাগৈড় মোড়ে ঢাকা-শেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত উসমান গণি নকলা পৌরসভার গ্রীনরোডের দড়িপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে এবং ২ ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি নকলা পৌরসভার বাদাগৈড় তাকওয়া মসজিদের ইমাম ও খতিব এবং পারফেক্ট পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। এর আগে ফরহাদ ক্যাডেট একাডেমী নকলা শাখায় ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা উসমান গণি মোটরসাইকেল যোগে ফুলপুরের মিচকিপাড়া এলাকায় এক ধর্মীয় সভায় ওয়াজ করার উদ্দেশ্যে যাওয়ার পথে, শেরপুর থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার মুখী যাত্রীবাহী বাসের (শামীম এন্টারপ্রাইজের স্লিপ) চাকায় পিষ্ঠ হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পুলিশের হেফাজতে নেওয়া সম্ভব হলেও, চালক কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে বলেও তিনি জানান।