মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

ঢাকায় সম্পাদক-প্রকাশকসহ ৪ সাংবাদিকের উপর হামলার ঘটনায় শেরপুরে প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩৩ বার পঠিত

রাজধানী ঢাকার বাংলামোটর এলাকায় দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশকসহ চার সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে এক প্রতিবাদ সভায় তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন শেরপুর প্রেসক্লাবের একাংশসহ বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকগন।

শুক্রবার রাতে জেলা শহরের থানা মোড় এলাকাস্থ হোটেল আয়সার ইন-এর মিলনায়তনে শেরপুর প্রেসক্লাবের একাংশের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক করতোয়া’র জেলা প্রতিনিধি এস.এম শহিদুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের একাংশের সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশন ও জনবাণী’র জেলা প্রতিনিধি বুলবুল আহম্মেদ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, সহ-সভাপতি মাছরাঙা টেলিভিশন ও দৈনিক খবর’র জেলা প্রতিনিধি আবুল হাশিম, সহ-সভাপতি দৈনিক তথ্যধারা’র চীফ রিপোর্টার আসাদুজ্জামান মুরাদ, দপ্তর সম্পাদক আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মারুফুর রহমান, নকলা প্রেসক্লাবের সভাপতি দ্যা ডেইলী ট্রাইব্যুনাল ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি খোরশেদ আলম, বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি মনিরুজ্জামান মনির ও দৈনিক দিনকালের প্রতিনিধি আমিরুল ইসলাম প্রমুখ।

হামলার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপনের পাশাপাশি জড়িতদের দ্রুত চিহৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। তার বলেন, এই স্বাধীন রাষ্ট্রে গণমাধ্যম কর্মীদের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা ও গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। বেশ কয়েকজন বক্তা বলেন, গত ১৫ বছর এমন ন্যাক্কারজনক ঘটনা হরহামেশাই ঘটেছে, তা ছিলো ফ্যাসিস্ট সরকারের সকল দুর্নীতিকে গোপন করার কৌশল। কিন্তু এই সময়ে এসে পলাতক সরকারের আমলের মতো ঘটনা কোনভাবেই মেনে নেওয়া যায় না। ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হতে পারলেও আমরা পূর্ণ স্বাধীনতা এখনো ভোগ করতে পারছি না। এটা একদিকে যেমন লজ্জার, অন্যদিকে রাষ্ট্রের চতুর্থ শক্তি সাংবাদিক ও সংবাদপত্রের জন্য চরম হুমকি; যা কারো কাম্য নয়।

এসময় আজকের বসুন্ধরার প্রতিনিধি নকলার হারুনুর রশিদ, দ্যা নিউ ন্যাশনের প্রতিনিধি সুমন দে, দিনকালের প্রতিনিধি আমিনুল ইসলাম, বনিকবার্তার প্রতিনিধি হুমায়ুন আহমেদ, নালিতাবাড়ী উপজেলা প্রেক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন তালুকদার, আজকের দর্পনের প্রতিনিধি নাজমুল হোসেন, নকলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক দৈনিক আমাদের দিন ও শীর্ষ খবরের প্রতিনিধি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দৈনিক অধিকরন ও দ্যা ডেইলী মিরর’র প্রতিনিধি ফজলে রাব্বী রাজন, সাংগঠনিক সম্পাদক দ্যা মরনিং গ্লোরী ও দৈনিক আলাকিত প্রতিদিনের প্রতিনিধি নূর হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক রূপালী বাংলাদেশ ও দ্যা মুসলিম টাইমসের প্রতিনিধি সেলিম রেজা, সদস্য ও দ্যা ডেইলী বাংলাদেষশ এক্সপ্রেস’র প্রতিনিধি শীমানুর রহমান সুখন, দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি হেলাল উদ্দিন বাবু, দৈনিক নিত্যবেলার প্রতিনিধি হাসান মিয়া, দৈনিক প্রথম প্রহরের প্রতিনিধি লিমন আহমেদ, আমাদের নতুন সময়ের প্রতিনিধি ইসমাইল হোসেন, জামালপুর দিনকালের জেলা প্রতিনিধি আবু হানিফ নোমান, দৈনিক ঢাকার জেলা প্রতিনিধি শাহিনুর রহমান পনির, দৈনিক বাংলার নবকন্ঠ পত্রিকার প্রতিনিধি এনামুল হক, গজনী নিউজের সম্পাদক আলমগীর হোসেন, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি হারুন অর রশিদ, আলোকিত সকালের প্রতিনিধি ফজলুল করিম, দৈনিক বর্তমানের প্রতিনিধি সাইফুল ইসলাম, ভোরের চেতনার প্রতিনিধি মুরাদ হোসেন চাঁন, বিজয়ের বাণীর প্রতিনিধি কাকন সরকার, আমাদের দিনের প্রতিনিধি সোহানুর রহমানসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত জেলা ও উপজেলার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ২০-২২ জনের একটি দুর্বৃত্তের দল দৈনিক জনবানী পত্রিকার সম্পাদক-প্রকাশক মো. শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান ও অনলাইন সম্পাদক আতাউর রহমান হোসেন-এর উপর অজ্ঞাত কারনে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা গেছে, হামলা করার আগে কয়েকজন সন্ত্রাসী দৈনিক জনবাণী পত্রিকার কার্যালয়ে গিয়ে সম্পাদক-প্রকাশকসহ বেশ কয়েকজনের নাম ধরে খোঁজে এবং সরাসরি হুমকি দিয়ে আসে। সন্ত্রাসীরা অফিস থেকে বের হয়ে ফিরার পথে ওই চার সাংবাদিককে রাস্তায় পেয়ে তাদের ওপর হামলা অতর্কিত হামলা চালায়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।