মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

নকলায় ডপস’র জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সম্পন্ন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৫৬ বার পঠিত

শেরপুরের নকলায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) নামক শিক্ষার মনোন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে উপজেলার গণপদ্দী উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। যথাযথ ভাবে খাতা মূল্যায়ন শেষে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে ডপস’র অফিস সূত্রে জানা গেছে।

পরীক্ষা চলাকালীন সময়ে ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শাহিন মিয়া বিএসপি, সংগঠনটির নেতৃবৃন্দসহ গনপদ্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজমুল ইসলাম, পিপড়িকান্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, ভূরদী ছাল্লাকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার লূৎফর রহমান ও বানেশ্বরদী খন্দকারপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্যবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শাহিন মিয়া বিএসপি বলেন, জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে এবং আলোকিত মানুষ হিসেবে নিজের জীবন গড়তে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তাই একটি সুন্দর এবং সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে একযুগের অধিক সময় ধরে ‘বিশিষ্ট সেবা পদক’ ও ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ প্রাপ্ত শিক্ষার মনোন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ডপস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, সংগঠনটির সহযোগিতায় বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত, ঝরে পড়া ও অসচ্ছল পরিবারের অসংখ্য মেধাবী শিক্ষার্থী পুনরায় স্কুলগামী হয়ে বর্তমানে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট), মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন। তিনি আরো বলেন, জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রয়োজনীয় শিক্ষা সহায়তা প্রদান ও তাদের মেধাকে বিকশিত করে উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই ডপস-এর মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে ডপস এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।