বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে শেরপুরের নকলায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামূলক বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি) এর সহযোগিতায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিটি পৌরভবনের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পৌরসভার মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
পৌর নির্বাহী কর্মকর্তা (পৌরসচিব) মো. আব্দুল মোতালেবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, সহকারী প্রকৌশলী ফখর উদ্দিন আহমেদ ও উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) বাবুল হোসেন প্রমুখ।
বক্তারা জানান, বাঙালি নরী লেখক, শিক্ষাবিদ, বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে এক অভিজাত পরিবারে জন্ম গ্রহন করেন এবং ১৯৩২ সালের এই দিনেই তাঁর জীবনাবসান হয়। তাঁর অবদানকে স্মরণ করে তাঁর জন্ম ও মৃত্যুদিন (৯ ডিসেম্বর) ‘রোকেয়া দিবস’ হিসেবে পালন করা হয়। এদিবসটি বাংলাদেশে সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস। সরকারের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রশাসনের পক্ষে দিবসটি উদযাপন করা হয়। এর অংশ হিসেবে নকলা পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এলজিইডি) এর সহযোগিতায় বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, বেগম রোকেয়ার কর্ম ও জীবনাদর্শের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সকলকে সাথে নিয়ে বাংলাদেশের নারীরা এগিয়ে যাবে কাঙ্খিত লক্ষ্য অর্জনের পথে। এই সমাজে মেয়েরাও নিজেদের অধিকারের কথা বলবে, স্বপ্ন দেখবে, নিজের স্বপ্ন বাস্তবায়ন করবে ‘সুলতানার স্বপ্ন’ নামক গ্রন্থে এমন স্বপ্নই দেখেছিলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। নারীকে স্বপ্নের পথে হাটতে অনুপ্রেরণা দিয়েছেন শিক্ষাবিদ বেগম রোকেয়া। বেগম রোকেয়ার মতো নারীরা নিজ নিজ অবস্থানে থেকে সমাজের সুবিধাবঞ্চিত নির্যাতিত ও অসহায় নারীদের সার্বিক অবস্থানের উন্নয়নে কাজ করে বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, এমনটাই আশাব্যক্ত করেন বক্তারা।
শোভাযাত্রা ও আলোচনা সভায় হিসাব রক্ষক মো. ফেরদৌসুর রহমান, টিকাদান সুপার ভাইজার মুকলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা, কর আদায়কারী মো. মুনছুর আলী, সিনিয়র অফিস সহকারী রীনা বেগম, সহকারী কর আদায়কারী মো. মোশাররফ হোসেন, গৌড় দেবনাথ ও রাসেল মিয়া, সার্ভেয়ার রফিকুল ইসলাম স্বপন, হিসাব সহকারী আলমগীর হোসেন, সুপার ভাইজার ফজলে রাব্বী রাজন, বিল ক্লার্ক তানজিনা আক্তার, পাইপ লাইন মেকানিক খোরশেদ আলম, পাম্প চালক আসিফ হোসেন অপু, ট্রাক চালক মাসুদ মিয়া, কর্মচারী হামিদ খাঁনসহ নকলা পৌরসভায় কর্মরত অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।