মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

হংকংয়ে অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় | সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯৬ বার পঠিত

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে হংকং-এ কর্মরত বাংলাদেশি নারী রেমিট্যান্স যোদ্ধাদের রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) কনস্যুলেটের সম্মেলন কক্ষে হংকং প্রবাসী বাংলাদেশি কর্মীদের সম্মাননা ও রেমিট্যান্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৮ ডিসেম্বর কর্মীদের ছুটি না থাকায় সাপ্তাহিক ছুটির দিন ২২ ডিসেম্বর রবিবার কনস্যুলেট কর্তৃক কর্মীদের নিয়ে পৃথকভাবে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪ এবং জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপন করা হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, পবিত্র গীতা, বাইবেল ও ত্রিপিঠক পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু করা হয়। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করে শুনানো হয়। এরপর দিবসদ্বয় উপলক্ষ্যে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীগণ বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এছাড়া বৈধপথে রেমিট্যান্স প্রেরণের লক্ষ্যে তাদের সুপারিশসমূহ তুলে ধরেন। হংকংয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক বিপুল উৎসাহ ও উদ্দীপনায়  বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে  আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কনসাল জেনারেল মিজ্ ইসরাত আরা তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে কর্মরত কর্মীদের কল্যাণে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তী সরকার নানা কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। তিনি কনস্যুলেট কর্তৃক প্রথম বারেরমতো ২০২২ সাল থেকে বৈধপথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরনকারী নারী কর্মীদের রেমিট্যান্স এ্যাওয়ার্ড প্রদানের কথা উল্লেখপূর্বক সকল কর্মীগণকে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের অনুরোধ জানান। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি। তিনি গত ২৭ নভেম্বর থেকে কনস্যুলেটে চালুকৃত ই-পাসপোর্ট সেবার বিষয়টি উল্লেপূর্বক প্রবাসীদের সুবিধার্থে মাসের একটি ছুটির দিনে কপ্র্যুলেট কিছু সময় খোলা রেখে বিশেষ কনস্যুলার সেবা প্রদানের ঘোষণা দেন। এই ঘোষণাকে উপস্থিত অতিথিবৃন্দ ও কর্মীগণ স্বাগত জানান।

অনুষ্ঠানে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারী ১০ জন নারী কর্মীকে ‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা-২০২৪’ প্রদান করা হয়। এ্যাওয়ার্ড প্রাপ্তরা তাদের অনুভূতি প্রকাশের পাশাপাশি বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করায় এবং কনস্যুলেট কর্তৃক রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করায় কপ্রস্যুলেটকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। কনস্যুলেটের পক্ষ থেকে বৈধ পথে হংকং থেকে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখায় উপস্থিত সকলকে অভিনন্দন জানানো হয়।

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণ করায় কনসাল জেনারেল মিস ইসরাত আরা ও কনসাল (শ্রম) জাহিদুর রহমান সকল নারীকর্মীসহ সকল কর্মীদের ধন্যবাদ জানান।

কনসাল (শ্রম) জাহিদুর রহমান জানান, হংকং-এ থাকা খাওয়া বাদেও ন্যূনতম ৭৫ হাজার টাকা আয় করছেন নারী কর্মীরা। নারী কর্মীদের মতে হংকং হলো বাংলাদেশী নারী কর্মীদের জন্য বৈধ পথে সুনামের সহিত বিপুল পরিমাণ আয় করার একটি আদর্শ জায়গা। তিনি আরো জানান, হংকং-এর শ্রম আইন দ্বারা কর্মীদের অধিকার ও মর্যাদা সুরক্ষা করা হয় বিধায় এজেন্সির মাধ্যমে বয়স্ক সানুষের সেবার জন্য কেয়ার গিভার সহ বিভিন্ন বিষয়ে দক্ষ কর্মী হংকং-এ অভিবাসী হিসেবে স্থান করে দিতে নিরলস কাজ করে যাচ্ছে সংশ্লিষ্ট কনস্যুলেট।

সবশেষে আগত অতিথি ও কর্মীদের অংশগ্রহণে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মধ্যাহ্ন ভোজনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপণী করা হয়।

এসময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীগন, হংকংস্থ এমপ্লয়মেন্ট এজেন্সির পরিচালকগন, নিয়োগকর্তাগণ এবং হংকংয়ে কর্মরত রেমিট্যান্স যোদ্ধাগণসহ হংকংস্থ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।