টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের উপর সা’দ পন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও নির্মম হত্যার বিচারের দাবিতে শেরপুরের নকলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নকলা পৌরশহরের বড় মসজিদ (ধানহাটি) প্রাঙ্গন থেকে আলেম-উলামা ও তাবলীগী সাথীদের আয়োজনে এবং সর্বস্তরের তৌহিদী জনতার অংশ গ্রহনে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নকলা-চন্দ্রকোনা মোড়ে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, নকলা উপজেলা শাখার ইমান আকীদা সংরক্ষণ কমিটির সভাপতি মুফতি আব্দুল জলিল কাসেমী ও সাধারণ সম্পাদক মুফতি আনসার উল্লাহ, কাচারী মসজিদের (বড় মসজিদ) ইমাম মুফতি সামসুল হুদা জিহাদী, কায়দা বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. ওয়ালী উল্লাহ প্রমুখ।
বক্তারা সা’দ পন্থী কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও নির্মম হত্যার দ্রুত বিচারের দাবি জানান। বক্তারা সা’দ পন্থীদের দেওয়া মনগড়া বিভিন্ন মাসআলাকে ভুল আখ্যা দিয়ে তাদের থেকে দূরে থাকতে সকল মুসলমানকে আহবান জানান। বক্তব্য শেষে দেশ-জাতীর কল্যাণে ও মুসলিম জনতার হেফাজত কামনায় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
ঘন্টাব্যাপি চলমান এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জেম; বিভিন্ন মাদ্রাসার সুপারসহ সহকারী মৌলভী ও শিক্ষকগন এবং স্থানীয় মুসলিম জনতা অংশ গ্রহন করেন।