শেরপুরের নকলা উপজেলার ৪টি হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানার হাফেজী পড়ুয়া ৮১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার ৪টি মাদরাসার মোট ৮১ জন হাফেজ পড়ুয়া প্রতি শিক্ষার্থীকে মাসিক ১,৩৫০ টাকা হারে তিন মাসে একত্রে ৪,০৫০ টাকা করে মোট ৩ লাখ ২৮ হাজার ৫০ টাকা শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।
এ উপলক্ষে, সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের ভূরদী গ্রামের হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানায় বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুবিধাভোগী শিক্ষার্থীরা হলেন, হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার ৩৭ জন, আন নূর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ১৭ জন, জানকীপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ১৭ জন এবং সাজেদা হাসেম মাদ্রাসা ও এতিমখানার ১০ জন।
মাদ্রাসাটির পরিচালনা পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব ডা. মো. বিরাজ আলীর সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউনাইটেড কিংডম (লন্ডন-এ) প্রতিষ্ঠিত গ্লোবাল এইড ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ও লন্ডনের ওয়েস্ট স্কটল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ডাটা সায়েন্স এন্ড আরটিফিসিয়াল ইন্টিলিজেন্স-এর প্রোগ্রাম লিডার ড. আশরাফ মাহমুদ উজ্জল এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন যুবদলের আহবায়ক খন্দকার আনোয়ার হোসেন আনার।
সমাজসেবক খন্দকার মাহমুদুর রহমান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার মোহতামীম হাফেজ মো. হাফিজুল ইসলাম, আন নূর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামীম মাওলানা মুফতি জিয়াউল হক এমদাদ প্রমুখ। এছাড়া হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার দুই শিক্ষার্থী পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরবিশন করবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বানেশ্বরদী গ্রামের সমাজ সেবক আব্দুল আওয়াল লিচু, বানেশ্বরদী ইউনিয়ন জামায়াতের আমীর ও বাদেশ্বদী খন্দকার পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খন্দকার ফয়জুর রহমান ও স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ হোসেনসহ হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আকন্দ, পূর্বখন্দকারপাড়া হাজীবাড়ি জামে মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছায়েদুল হক, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, বানেশ্বরদী উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলমগীর হোসেন, হাবীবে জান্নাত মহিলা মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পরিষদের কোষাধ্যক্ষ জাকির হোসেনসহ বিভিন্ন হাফেজী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, গ্লোবাল এইড ট্রাস্ট এর পক্ষ থেকে হাফেজ পড়ুয়া দরিদ্র মেধাবী প্রতিটি শিক্ষার্থীকে মাসে ১,৩৫০ টাকা হারে ৩ বছর ব্যাপি শিক্ষাবৃত্তি প্রদান ছাড়াও প্রতিবছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র, বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় সহায়তা, ঈদসহ বিভিন্ন উৎসবে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া গৃহহীনদের জন্য গৃহ নির্মান করে দেওয়া, দরিদ্র মেধাবী শিক্ষার্থীরে মাঝে পোশাক ও সহায়ক বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করার পাশাপাশি দেশ-জাতির কল্যাণে বিভিন্ন সেবামূলক কাজে লন্ডন প্রবসী বাংলাদেশী কর্তৃক পরিচালিত গ্লোবাল এইড ট্রাস্ট নামক স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা সর্ব মহলে প্রশংসিত।