শেরপুরের নকলায় উপজেলা যুব ফোরামের আয়োজনে হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ সভা অনুষ্ঠি হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সুইস এজেন্সী ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (এসডিসি)-এর অর্থায়নে এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি শেরপুরের বাস্তবায়নে এই সভা অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা যুব ফোরামের আহবায়ক ও নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. নুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে নকলা প্রেসক্লাবের সভাপতি ও ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মো. মোশারফ হোসাইন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আস্থা প্রকল্পের শেরপুর জেলার সমন্বয়কারী ফিরোজ আহমেদ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভালো কাজ করি’ এর নির্বাহী পরিচালক রাইয়ান আল মাহাদী, ‘ইচ্ছে পূরণ ফাউন্ডেশন’র নির্বাহী পরিচালক জান্নাতুল মাওন জেবা ও ‘রক্তযোদ্ধা ২১’ এর সভাপতি সাফাক বিন নূর।
উপজেলা যুব ফোরামের সদস্য ও ‘দরিদ্র তহবিল সংস্থা’ এর নির্বাহী পরিচালক তরুণ সাংবাদিক হাসান মিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা যুব ফোরামের যুগ্ম আহবায়ক ও নকলা প্রেসক্লাবের সদস্য রেজাউল হাসান সাফিত, যুব ফোরামের যুগ্ম আহবায়ক তরুণ সাংবাদিক লিমন আহমেদ, রক্তসৈনিক নকলার প্রতিনিধি ও নকলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, ব্লাড ব্যাংক অব নকলার প্রতিনিধি ও নকলা প্রেসক্লাবের সদস্য রাইসুল ইসলাম রিফাত, মানব কল্যাণ সংস্থার প্রতিনিধি ইয়াসিন আরাফাত প্রমুখ।
সভায় বক্তারা হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভূক্তিকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। একজন যুবক বা যুবনারী কিভাবে নিজ নিজ জায়গা থেকে দেশ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারেন সেই বিষয়েও আলোচনা করেন বক্তারা।
এসময় রক্তসৈনিক নকলার সভাপতি ও নকলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, নকলা অদম্য মেধাবী সংস্থার প্রতিনিধি মোশাররফ হোসেন শ্যামল, সমাজ উন্নয়ন সংঘের প্রতিনিধি নাঈম মিয়া, নকলা সমৃদ্ধি ফোরামের প্রতিনিধি সাদ্দাম হোসাইন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্র ঐক্য পরিষদের প্রতিনিধি জয় রবি দাসসহ যুব ফোরামের সদস্য আফিফা সুলতানা, আফরোজা জাহান ফারিন, সাদিয়া আফরিন ও রক্তসৈনিক নকলার প্রতিনিধিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকগন ও নকলা উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।