মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

ঝিনাইগাতীতে ডপস’র জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি (ডপস) নামক শিক্ষার মনোন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠনের জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০ টার সময় উপজেলার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষায় উপজেলার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। যথাযথ ভাবে খাতা মূল্যায়ন শেষে দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

পরীক্ষা চলাকালীন সময়ে ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শাহিন মিয়া বিএসপি, সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাগন, ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও মেডিকেল কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ডপস সদস্যবৃন্দ ও পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ডপসের প্রতিষ্ঠাতা পরিচালক মো. শাহিন মিয়া বিএসপি বলেন, জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে এবং আলোকিত জীবন গড়তে সুশিক্ষার কোনো বিকল্প নেই। তাই একটি সুন্দর এবং সুশিক্ষিত জাতি গঠনের লক্ষ্যে একযুগের অধিক সময় ধরে ‘বিশিষ্ট সেবা পদক’ ও ‘জাতীয় শুদ্ধাচার পুরস্কার’ প্রাপ্ত শিক্ষার মনোন্নয়ন বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ডপস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, সংগঠনটির সহযোগিতায় বিভিন্ন অঞ্চলের সুবিধাবঞ্চিত, ঝরে পড়া ও অসচ্ছল পরিবারের অসংখ্য মেধাবী শিক্ষার্থী পুনরায় স্কুলগামী হয়ে বর্তমানে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট), মেডিকেল কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছেন। তিনি আরো বলেন, জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে প্রয়োজনীয় শিক্ষা সহায়তা প্রদান ও তাদের মেধাকে বিকশিত করে উচ্চ শিক্ষার দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়াই ডপস-এর মূল লক্ষ্য। আর এই লক্ষ্যকে সামনে রেখে ডপস এক যুগেরও বেশি সময় ধরে কাজ করছে।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।