শেরপুরের ঝিনাইগাতীতে ভারতীয় ৬০ বোতল মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানার পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোররাতে উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে।
পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার উপপরিদর্শক (এস.আই) আবুল হাসেম ও এ.এস.আই শামছুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলমকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য আনুমানিক ১ লাখ ২০হাজার টাকা বলে পুলিশ জানান।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা দায়েরের পরে বৃহস্পতিবার দুপুরে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।