শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা সরকারি প্রণোদনার ৭১০ কেজি ধানের বীজ কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র, সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র ও কৃষিবিদ ফারিহা ইয়াসমিনসহ বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারি কৃষি কর্মকর্তাগন, সুবিধাভোগী কৃষক-কৃষাণি ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৮ ডিসেম্বর (রবিবার) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহীন বীজ ভান্ডার থেকে ৬৫৩ কেজি সরকারি ধানের বীজ জব্দ ও দোকানের মালিক নাসির উদ্দিন-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেহেদী এন্টারপ্রাইজ থেকে ৫৭ কেজি ধানের বীজ জব্দ করার পাশাপাশি দোকানের মালিক মুঞ্জুরুল হক-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া।