বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক হংকং-এ অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উদযাপন করা হয়েছে। হংকংয়ের কনস্যুলেট জেনারেলের দপ্তর হতে এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং এর কার্যালয়ে হংকংস্থ প্রবাসী বাংলাদেশিদের ‘রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান’, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু করা হয়। এরপরে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার বাণীসমূহ পাঠ করে উপস্থিতিদের শুনানো হয়।
বক্তারা বৈধপথে রেমিট্যান্স প্রেরণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন এবং বৈধপথে রেমিট্যান্স প্রেরণে লক্ষ্যে তাদের সুপারিশসমূহ তুলে ধরেন।
কনসাল জেনারেল মিজ্ ইসরাত আরা তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীদের কল্যাণে মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তবর্তী সরকার নানা কর্মসূচী বাস্তবায়ন করছে। তিনি কনস্যুলেট কর্তৃক ২০২২ সাল থেকে বৈধপথে রেমিট্যান্স প্রেরনকারী হংকংস্থ প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স এ্যাওয়ার্ড প্রদানের কথা উল্লেখপূর্বক সকল প্রবাসীদের বৈধ পথে রেমিট্যান্স প্রেরণের অনুরোধ জানান। পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়তে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখার আহ্বান জানান তিনি। তিনি গত ২৭ নভেম্বর থেকে কনস্যুলেটে চালুকৃত ই-পাসপোর্ট সেবার বিষয়টি উল্লেপূর্বক প্রবাসীদের সুবিধার্থে মাসের একটি ছুটির দিনে কনস্যুলেট কিছু সময় খোলা রেখে বিশেষ কনস্যুলার সেবা প্রদানের ঘোষণা দেন, যা উপস্থিত কমিউনিটির সদস্যবৃন্দ স্বাগত জানান।
তাছাড়া এ দিবস উপলক্ষে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপরে বৈধপথে রেমিট্যান্স প্রেরণকারী ৪ বাংলাদেশিকে রেমিট্যান্স এ্যাওয়ার্ড-২০২৪ ও সম্মাননা এবং ৩ কৃতি বাংলাদেশিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তরা এমন দিবস পালনের মতো মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। কনস্যুলেট কর্তৃক রেমিট্যান্স এ্যাওয়ার্ড ও সম্মাননা প্রদান করায় কনস্যুলেটের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তারা। পরে প্রবাসী কর্মীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবস উদযাপনের সমাপ্তি করা হয়।
এসময় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, হংকংস্থ বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ, বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রবাসী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, স্টুডেন্টস এসোসিয়েশন এবং বাংলাদেশ প্রফেশনালস প্লাটরর্মের সদস্যগন উপস্থিত ছিলেন