শেরপুরের নকলায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সাহায্য কারী ব্যক্তিগণের স্মরণে দিনব্যাপি ফ্রি মেডিকেলা ক্যাম্প, আলোচনা সভা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে খন্দকার পাড়া বাজারে ভূরদী খন্দকার পাড়া সামাজিক সংগঠনের সভাপতি খন্দকার সারোয়ার জাহান (নিঝুম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা. হেফজুল বারী খান এবং বিশেষ অতিথি হিসেবে ভূরদী খন্দকার পাড়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার মো. হুমায়ূন কবির (সোহেল) ছাড়াও অন্যান্যদের মধ্যে ডা. বিরাজ আলী, ইউনিয়ন বিএনপি নেতা রোবায়েত হোসেন ও স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
আলোচনা সভার পরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন রোগে আক্রান্ত তিন শতাধিক রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র ও অসহায় দরিদ্রদের বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।
অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা. হেফজুল বারী খান-এঁর নেতৃত্বে মেডিকেল ক্যাম্পেইনে স্বেচ্ছায় সেবা প্রদান করেন ডা. আবু রেজা মোহাম্মদ পাপন ও ডা. তাকওয়া বিনতে বানীন দিশা।
খন্দকার মো. হুমায়ূন কবির (সোহেল) জানান, ভূরদী এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত খন্দকার আব্দুস সালাম চিনি মিয়া ও প্রয়াত হাসেন আলী সরকারের স্মরণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পেইর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এসময় বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সাহায্য কারী ব্যক্তিগণের কৃতকর্মকে ভুলে না যায়, অতীতের গৌরবময় ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখতে তরুণ সমাজকে প্রতিবছর এমন গুরুত্বপূর্ণ আয়োজন করার আহবান জানান ডা. হেফজুল বারী খান।
এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগন ও বিভিন্ন এলাকা থেকে আগত অগণিত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।