শেরপুরের নকলায় অসহায় দরিদ্র আড়াই শতাধিক শীতার্তদের মাঝে শীত নিবারনের কম্বল বিতরণ করা হয়েছে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ভূরদী খন্দকার পাড়া সামাজিক সংগঠনের উদ্যোগে এসব বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে খন্দকার পাড়া বাজারে ভূরদী খন্দকার পাড়া সামাজিক সংগঠনের সভাপতি খন্দকার সারোয়ার জাহান (নিঝুম) এর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা. হেফজুল বারী খান এবং বিশেষ অতিথি হিসেবে ভূরদী খন্দকার পাড়া বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি খন্দকার মো. হুমায়ূন কবির (সোহেল) ছাড়াও অন্যান্যদের মধ্যে ডা. বিরাজ আলী, ইউনিয়ন বিএনপি নেতা রোবায়েত হোসেন ও স্বাস্থ্য সহকারী খন্দকার শরীফ হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
কম্বল বিতরণের সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগন ও বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দরিদ্র আড়াই শতাধিক শীতার্ত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
অন্যদিকে, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সাহায্য কারী ব্যক্তিগনের স্মরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে অতিথিবৃন্দ পুরষ্কার তুলেদেন।