মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:১৯ পূর্বাহ্ন

নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়-এ ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য উন্মুক্ত লটারি

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

শেরপুরের নকলায় ‘নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়’-এ ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিদ্যালয়টির মাঠে লটারি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আব্দুর রব-এঁর সভাপতিত্বে লটারি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মো. মকছুদুল আলমসহ অনেকে।

ষষ্ঠ শ্রেণিতে ভর্তিচ্ছু উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে লটারির মাধ্যমে ওঠা রোল নম্বর অতিথিবৃন্দ সবার সামনে তুলে ধরেন এবং মাইকে ঘোষণা করেন। ভর্তি প্রতিযোগিতায় সকল প্রকার স্বজনপ্রীতি বন্ধ করতে উন্মুক্ত লটারির ব্যবস্থা করায় শিক্ষার্থী ও তাদের অভিভাবকগন সন্তোষ প্রকাশ করেন।

এসময় বিদ্যালয়টির ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক বেলায়েত হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের অফিস সূত্রে জানা গেছে, ২০২৫ শিক্ষা বর্ষে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ৩টি শাখায় ৫৫ জন করে মোট ১৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। ষষ্ঠ শ্রেণির ১৬৫টি আসনের বিপরীতে আবেদন জমা হয় ৩৬১টি। এই ৩৬১টি আবেদনের সিরিয়াল নম্বরের উপর লটারি অনুষ্ঠিত হয়। এতে আবেদনের গড় হিসেব করে ২টি শাখার জন্য ৫৫ জন করে মোট ১১০ জন মেয়ে এবং অন্য একটি শাখার জন্য ৫৫ জন ছেলেকে লটারির মাধ্যমে বাছাই করা হয়। এই ১৬৫ জনকে সরাসরি ভর্তির জন্য মনোনিত ঘোষণা করে তাদের তালিকা নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছ। এছাড়া ছেলে ও মেয়ে মিলিয়ে মোট ৯৮ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।