মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শেরপুরে মোমবাতি প্রজ্জ্বল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৯ বার পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষ্যে শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বল করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউমার্কেটে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে পরিচালনা পরিষদ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মোমবাতি জালিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস। এসময় সভাকক্ষের সভাপতি প্রথিতযশা সাংবাদিক সুশীল মালাকার, সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক এডভোকেট আব্দুর রাহিম বাদল, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, সহ-সাধারন সম্পাদক প্রকৌশলী শুভজিত নিয়োগী, সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, প্রভাষক তপন সারোয়ার, এস.এম. আবু হান্নানসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।