স্বনামধন্য প্রতিষ্ঠান কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের উদ্যোগে অন্যান্য বছরের মতো শেরপুরের নকলায় এবারো দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (১৫ ডিসেম্বর) নকলা পৌরসভার জালালপুর এলাকাস্থ সোহেল রাইস মিল মাঠে কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের নকলা উপজেলার সমন্বয়ক সারোয়ার হোসেন (রবিন) এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন দেড় শতাধিক দরিদ্র অসহায় শীতার্তের হাতে একটি করে কম্বল তোলে দেওয়া হয়।
এসময় কেয়ার এন্ড সাইন ফাউন্ডেশনের নকলা উপজেলার নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক শীতার্ত নারী-পুরুষ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।