মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

শেরপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৪ বার পঠিত

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন উপলক্ষ্যে ‘শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য শীর্ষক’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন পৌর প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রমুখ।

এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগনসহ সুধীজনরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে শহিদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।