মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

শেরপুরের নকলায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারি কমিশনা (ভূমি) মো. জুয়েল মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক মো. খোরশেদুর রহমান ও সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা মো. মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হক তালুকদার চানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, সরকারি হাজী জালমামুদ কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান দেওয়ান গোলাম মাছুম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়েতে ইসলামীর সাবেক আমীর মুফতি খাদেমুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার শুরুতে সকল শহীদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার বানশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহসুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, মাহাদী মাসুদ ও সহকারী মৌলভী হযরত আলী প্রমুখ।

এসময় সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আরিফ হোসেন ও উজ্জল মিয়াসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পরে সকল শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির উন্নয়ন কামনায় উপস্থিত সকলকে সাথে নিয়ে দোয়া পরিচালনা করেন সহসুপার মাওলানা মো. ফজলুল করিম।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।