শেরপুরের নকলায় সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক দুই দিনব্যাপি কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে নকলা পৌরসভার সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালার সমাপণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দীপ জন মিত্র-এঁর সভপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক মো. ফরিদ আহমেদ, সহকারি প্রকৌশলী এইচ.এম শাহীন, সোসাল ডেভোলপমেন্ট কর্মকর্তা মো. বাবুল মিয়া, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমন প্রমুখ।
দুইদিন ব্যাপী এই কর্মশালায় নকলা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহন করেন।
জানা গেছে, দেশের ৩২টি পৌরসভার পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।