মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

নকলায় ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

শেরপুরের নকলায় শিক্ষার্থী ঝড়েপড়া রোধ করার লক্ষ্যে ও শিক্ষার্থীদের ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে বিদ্যালয়ে বিদ্যালয়ে ক্যাম্পেইন কার্যক্রম শুরু করেছেন বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকগন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর থেকে ওই মাদ্রাসার শিক্ষকগণ ব্যতিক্রমি এই কার্যক্রম শুরু করেন। এদিন উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের দক্ষিন বানেশ্বরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মোজারকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় ঐতিহ্যবাহী বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলাম, সহকারী সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহকারী শিক্ষক মো. শওকত আলী ও মাহদী মাসুদ, সহকারী মৌলভী মাওলানা মো. হযরত আলীসহ অন্যান্য শিক্ষকগণ ও সংশ্লিষ্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ক্যাম্পেইনে অংশ নেওয়া শিক্ষকগন জানান, মঙ্গলবার (১০ ডিসেম্বর) ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ২০২৪ সালের বার্ষিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) শেষ হয়েছে। তারা আগামী ২৬ তারিখ পর্যন্ত ছুটিতে থাকবে। এছাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষাও একদম শেষের পথে। পরীক্ষা শেষে তারাও ছুটিতে থাকবে। তাই তাদের ঝড়েপড়া রোধে ও ইসলামী শিক্ষায় উদ্বুদ্ধ করতে এই ক্যাম্পেইন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষকগন আরো জানান, এই কার্যক্রমের ফলে একদিকে যেমন শিক্ষার্থী ঝড়েপড়া কিছুটা হলেও রোধ হবে, অন্যদিকে ইসলামী শিক্ষা গ্রহনের প্রতি শিক্ষার্থীরা আগ্রহী হবে। তাছাড়া সন্তানদের মাদ্রাসায় পড়ানোর প্রতি অনুপ্রাণিত হবেন অভিভাবকগন। বিভিন্ন কারনে শিক্ষায় পিছিয়ে থাকা এলাকা গুলোতে শিক্ষার্থী ঝড়েপড়ার হার বেশি। এসব বিবেচনায় পিছিয়ে থাকা এলাকায় এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাবেন বলে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।