আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে শেরপুরের নকলায় সরকারি হাজী জালমামুদ কলেজ ছাত্রদলের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে সরকারি হাজী জালমামুদ কলেজের সামনে নকলা-চন্দ্রকোনা আঞ্চলিক সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও নিরপরাধ সকল কারাবন্ধীদের মুক্তির দাবীতে এবং বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হত্যা, নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবীতে মানববন্ধন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্র দলের আহবায়ক মো. রাসেল সরকার, কলেজ ছাত্রদলের সভাপতি শাহ শরিফুল আলম ও সাধারণ সম্পাদক জালাল সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি ও যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম রিজন প্রমুখ।
এই মানববন্ধনে উপজেলা, পৌরসভা ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সরকারি হাজী জালমামুদ কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন।