মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৮ পূর্বাহ্ন

নকলায় বিপুল পরিমাণ গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৮ বার পঠিত

শেরপুরের নকলায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নকলা পৌর শহরের চন্দ্রকোনা-হাসপাতাল মোড়ে একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তেতুলিয়া রামপুর গ্রামের নওশেদ আলীর ছেলে নয়ন মিয়া (২২), তারাকান্দি গ্রামের পিয়ার আলীর ছেলে রাসেল মিয়া (২৪) ও তারাকান্দি গ্রামের আব্দুল খালেকের ছেলে আল আমিন (২৮)।

এদিন দুপুরের দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদেরকে নকলা থানা পুলিশের মাধ্যমে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, মাদকদ্রব্য নির্মূলের লক্ষে মাদক কারবারির মূলহুতাসহ সকল মাদক কারবারিকে আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা নকলায় একটি সিএনজিতে অভিযান চালাই। সিএনজি থেকে ১০টি গাঁজার প্যাকেট উদ্ধার করি, যার ওজন ২১ কেজি এবং মূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। এসময় মাদকদ্রব্য পরিবহন ও বিক্রির সাথে জড়িত ৩ মাদক ব্যবসায়ীকে আটক করতে সমর্থ হই। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে নেত্রকোনা জেলার সীমান্ত দিয়ে পাচার করে শেরপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করার উদ্দেশ্যে আনা হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ফয়সাল মাহমুদ জানান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।