গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় পূর্বক সাংগঠনিক আলোচনা সভা করেছেন শেরপুর জেলা ও নকলা উপজেলার নেতৃবৃন্দ।
সর্বাধিক গ্রহনযোগ্যতা অর্জনের ক্ষেত্রে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক বিষয়াবলী ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক আলোচনা করেন তাঁরা।
এর আগে কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য স্বাক্ষাত পূর্বক একে-অপরের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে শেরপুর জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মূল দলের কমিটি গঠনসহ অঙ্গসহযোগী সংগঠনের কমিটি গঠন বিষয়ে পরামর্শ মূলক ও উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইয়ামিন মোল্লা, শেরপুর জেলা ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. সাইন ইকবাল, শেরপুর জেলা যুব অধিকার পরিষদ সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মো. কাজী হায়াত, জেলা শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. সাব্বির মন্ডল, নকলা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. শাহিনুর আলম (শাহিন), উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. নাহিদ মাহমুদ, উপজেলার ৮নং চরআষ্টধর ইউনিয়ন যুব অধিকার পরিষদের আহ্বায়ক এস.এস সোহেল মিয়া এবং শেরপুর জেলা ও নকলা উপজেলার নেতৃবৃন্দসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।