মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

শেরপুরে নিত্যপণ্যের দামের উর্ধ্বগতির প্রতিবাদে ক্যাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

শেরপুরে আলু, পেঁয়াজ ও ভেবাজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামের উধ্বর্বগতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস এসোসিয়শন অব বাংলাদেশ (ক্যাব)। শনিবার (৭ ডিসেম্বর) জেলা শহরের খরমপুর মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্বেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে অংশগ্রহন করেন।

ক্যাব’র শেরপুর জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার-এঁর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সিপিবি জেলা সভাপতি দেবদাস চন্দ বাবু, সোলায়মান আহমেদ, শামীম হোসেন, মুক্তিযোদ্ধা শহিদুর রহমান, জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী নেতা লিয়াকত আলী খান, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শরিফুর রহমান, আদিবাসী নেতা সুমন্ত বর্মন ও তরুণ সেচ্ছাসেবী সংগঠক শিহাব আহমেদ প্রমুখ।

সিন্ডিকেট করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারী দুর্নীতিবাজ ও অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে দ্রুত দ্রব্যমূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানান বক্তারা। নিত্যপণ্যের বাজার করতে গিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠেছে। এমতাবস্থায় নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করা সহ টিসিবি’র ট্রাকসেল ও খাদ্য সহায়তা কমসূচির উপকাভোগীর সংখ্যা বাড়ানোর দাবী জানান তারা। এর আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে কার্যকর ব্যবস্থা গ্রহণে ক্যাবের পক্ষ থেকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে ৮ দফা দাবী সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। এছাড়াও ক্যাবের পক্ষ থেকে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী সহ স্টেক হোল্ডারদের নিয়ে একটি মতবিনিময় সভা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।