মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন

পেশাজীবী অধিকার পরিষদের শেরপুরে জেলা শাখার কমিটি গঠন : সভাপতি শহিদুল, সা.সম্পাদক ফারুক

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পঠিত

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ শেরপুর জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সৈয়দ মো. শহিদুল ইসলাম-কে সভাপতি ও মো. ফারুক আহাম্মেদ-কে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তি মারফত এ তথ্য জানানো হয়েছে।

কমিটির অন্যান্যরা হলেন, ২ জন সহ-সভাপতি হাফেজ মো. আশ্রাফুল ইসলাম ও মো. রাসেল মিয়া; ২ জন সহ-সাধারণ সম্পাদক মো. গোলাম নূর ও মো. সেলিম মিয়া; সাংগঠনিক সম্পাদক মো. হাসান মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুল বারী, দপ্তর সম্পাদক মো. আবু সালেহ, উপ-দপ্তর সম্পাদক মো. ইমরান হোসেন, অর্থ সম্পাদক আসিক মাহমুদ, সহ-অর্থ সম্পাদক মো. রফিক মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক মো. মো. জিন্নাহ মিয়া, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থা বিষয়ক সম্পাদক মো. মিজানুর রহমান এবং ১২ জন কার্যনির্বাহী সদস্যরা হলেন, সুকুর মাহমুদ, বাবুল মিয়া, খলিল মন্ডল, আবু রায়হান, হযরত আলী, আব্দুর রাজ্জাক, ফুলু মিয়া, উজ্জল মিয়া, জুয়েল মিয়া, শাহজামাল, শরিফুল ইসলাম ও নজরুল মিয়া।

নবগঠিত কমিটির সভাপতি সৈয়দ মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ফারুক আহাম্মেদ বলেন, আমাদের সংগঠনের শ্লোগান হলো ‘তারুণ্যের অঙ্গীকার, দেশ হবে জনতার’। এই শ্লোগানকে দেশব্যাপি সফলতার সহিত বাস্তবায়ন করতে আমাদের যা যা করার দরকার জনগণকে সাথে নিয়ে তাই করবো। এর জন্য সর্বসাধারনের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন তাঁরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর মাহমুদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খলিল হোসেন নিজ নামে স্বাক্ষর করে এক বছর মেয়াদী পূর্নাঙ্গ এ কমিটির অনুমোদন প্রদান করেছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।