সারা দেশের ন্যায় শেরপুরের নকলায় ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা নারী ও শিশু নির্যাতন বিরোধী শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে শপথ গ্রহণ করেন তারা। শপথ বাক্য পাঠ করান সহসুপার মাওলান মো. ফজলুল করিম।
এসময় মাদ্রাসাটির সিনিয়র সহকারী শিক্ষক ও নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার রিক্তা, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নীপা, সহকারী মৌলভী মাওলানা মো. হযরত আলী, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, সবুজা খাতুন, তাহেরা সুলতানা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া ও আরিফ হোসেনসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও সব শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাঠকরা শপথ বাক্য গুলো হলো- আমি (নাম) সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে, আমি কোনো দিন নারী ও শিশু নির্যাতন করিব না; কোনো ভাবেই নারী ও শিশু নির্যাতনে সহযোগিতা করিব না। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করিব। আমি ক্ষতিগ্রস্থ নারী ও শিশুর সর্বদা পার্শ্বে থাকিব। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন; আমি যেন, আমার এই পবিত্র শপথ রক্ষা করিতে পারি। আমিন।