মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

নকলায় জন্ম নিবন্ধনে আগ্রহী করতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৩ বার পঠিত

শেরপুরের নকলায় সঠিক সময়ে নবজাতকের জন্ম নিবন্ধনে অভিভাবকদের আগ্রহী করতে পৌরসভার উদ্যোগে জনসচেতনতা মূলক তথা উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে পৌরসভার বিভিন্ন এলাকার নবজাতকের বাড়ি বাড়ি ঘুরে অভিভাবকদের সমন্বয়ে উদ্বুদ্ধকরণ এ ক্যাম্পেইন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক দীপ জন মিত্র। এদিন পৌরসভার কায়দা, ইশিবপুর ও দড়িপাড়া এলাকায় ক্যাম্পেইন পরিচালনা করা হয়। জন্ম নিবন্ধন বিষয়ক প্রতিটা ক্যাম্পেইনে সঠিক সময়ে নবজাতকের জন্ম নিবন্ধনের সুফল ও গুরুত্ব তুলে ধরা হয়।

প্রতিটা উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন চলাকালে পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মনিরুল হাসান আজাদ, টিকাদান সুপারভাইজার মোখলেছুর রহমান, স্বাস্থ্য সহকারী জান্নাতুল ফেরদৌস সৌরভ, সুপারভাইজার ও নকলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজনসহ সংশ্লিষ্ট নবজাতকের অভিভাবকগন উপস্থিত ছিলেন।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা (সচিব) মনিরুল হাসান আজাদ জানান, শিশু জন্মের পরে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক থাকলেও অভিভাবকদের অবহেলার কারনে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হচ্ছেনা। সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করানোর সময় অভিভাবকরা জন্ম নিবন্ধন সনদ নিতে সংশ্লিষ্ট অফিসে ভীড় করেন। তখন একই সময়ে একদিকে বাড়তি চাপ, অন্যদিকে প্রায়ই সার্ভার সমস্যার কারনে সঠিক সময়ে সন্তানদের জন্ম নিবন্ধন নিতে অভিভাবকদের বিভিন্ন সমস্যার সম্মূখীন হতে হয় অথবা বিলম্ব হয়। তাই নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে শিশু জন্মের খবর শুনার পরেই নবজাতকের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে অভিভাবকদের নিয়মিত উদ্বুদ্ধ করা হচ্ছে। এতে বেশ সুফল পাচ্ছেন বলেও তিনি জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক দীপ জন মিত্র বলেন, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা প্রতিটি পরিবারের নাগরিক দায়িত্ব। জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করলে বাড়তি কোন ঝামেলা পোহাতে হয়না, এমনকি সরকারকে জন্ম নিবন্ধন বাবদ কোন ফি দিতে হয়না। এটা সবার নাগরিক দায়িত্ব ও অধিকার বটে। তাই শিশু জন্মের পরে সঠিক সময়ে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

উল্লেখ্য, পৌর প্রশাসক ইউএনও দীপ জন মিত্র নবজাতকের জন্য উপহার হিসেবে পোষাক ও পরিবারের সদস্যদের জন্য মিষ্টি নিয়ে প্রতিটা নবজাতকের বাড়িতে হাজির হয়ে সর্বমহলে প্রশংসিত হচ্ছেন। এতে সন্তান জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করতে অভিভাবকগন অধিক আগ্রহী হচ্ছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।