শেরপুরের নকলায় ‘জিয়া মঞ্চ নকলা উপজেলা শাখা’র নতুন কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
নকলা উপজেলা জিয়া মঞ্চের প্রস্তাবিত সভাপতি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. ছায়েদুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে শেরপুর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক তাজমুল ইসলাম তাজ এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জিয়া মঞ্চের সিনিয়র সহ-সভাপতি মো. মোবারক হোসেন ও জেলা জিয়া মঞ্চের দপ্তর সম্পাদক এস.এম তানভীর রকি।
উপজেলা জিয়া মঞ্চের প্রস্তাবিত সাধারণ সম্পাক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বেলায়েত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোরাদুজ্জামান মাসুম, আব্দুল্লাহ চৌধুরী, সুমন আহমেদ, রফিকুল ইসলাম, আপেল মিয়া ও মিন্টু মিয়াসহ অনেকে।
জিয়া মঞ্চ নকলা উপজেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষে সভায় উন্মুক্ত আলোচনান্তে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. ছায়েদুর রহমান-কে সভাপতি ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রেজাউল করিম-কে সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনিত করা হয়।
এসময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকগন ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন। দ্রুত সময়ের মধ্যে এক অনুষ্ঠানের মাধ্যমে নেতৃবৃন্দের উপস্থিতিতে নকলা উপজেলা জিয়া মঞ্চের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।