শেরপুরে ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’ জেলা শাখার নিয়মিত মাসিক ‘সাহিত্য আলাপ-১১’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) জেলা শহরের নিউমার্কেটস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-বাংলাদেশ এর শেরপুর জেলা শাখার অফিস কক্ষে ‘বাংলাদেশ প্রগতি লেখক সংঘ’র সভাপতি ড. সুধাময় দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক শুভজিত নিয়োগী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্য আলাপে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক এডভোকেট মো. আব্দুর রহিম বাদল, রবিন পারভেজ, দেবদাস চন্দ বাবু, আব্দুল খালেক, এরশাদ আলী, বিপুল দাম হৃদয়, তরুণ চক্রবর্তী, হাসান রাকিব ও মনিকা শকুন্তলা প্রমুখ।
আলাপে সংঘের সাংগঠনিক বিষয়াদি ছাড়াও সাম্প্রতিক বিভিন্ন বিষয়ের ওপর মুক্ত আলোচনা করা হয়। তবে অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি মোহনা টেলিভিশন ও দৈনিক কালের কন্ঠ’র শ্রীবরদী উপজেলার প্রতিনিধি সাংবাদিক মো. রেজাউল করিম বকুল, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ও বাংলাদেশ ফুটবল দলের প্রথম অধিনায়ক মো. জাকারিয়া পিন্টু প্রমুখের প্রয়ানে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে কবিতা পাঠ ও সঙ্গীত পরিবেশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবিতা পাঠ করেন, কবি রবিন পারভেজ, দেবদাস চন্দ বাবু, বিপুল দাম হৃদয়, তরুণ চক্রবর্তী, শুভজিত নিয়োগী, হাসান রাকিব ও মনিকা শকুন্তলা প্রমুখ এবং শিল্পী দেবদাস চন্দ বাবু সঙ্গীত পরিবেশন করেন।