সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৫২ বার পঠিত

শেরপুরের নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস) এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র নিজ নামে স্বাক্ষরের মাধ্যমে ৩৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কার্যকরী এ কমিটির অনুমোদন প্রদান করেন। রবিবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি মারফত জানা গেছে, শেরপুর জেলার নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস)-এর সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেন-কে সাধারণ সম্পাদক পদে ৯ নভেম্বর (শনিবার) সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়।

পরে আহবায়ক কমিটির আহবায়ক হাসান ফেরদৌস আলম, যুগ্ম অহবায়ক মো. রফিকুল ইসলাম ও যুগ্ম অহবায়ক মো. শফিকুল ইসলাম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ডিসেম্বরের ৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশক্রমে অনুরুধ জানান।

আহবায়ক কমিটির ওই নির্দেশ মোতাবেক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নভেম্বর মাসের ২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এঁর নিকট ২৭ নভেম্বর প্রেরণ করা হয়। রবিবার ( ১ ডিসেম্বর) ৩৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কার্যকরী কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়া, ৪ জন সহ-সভাপতি মো. নাদিউর রহমান, মো. জমশেদ আলী, মজিবর রহমান ও মো. নাজমুল হোসেন; ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মো. নাজমুল হক, মো. রফিকুল ইসলাম ও আব্দুল আজিজ রঞ্জু; সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক লুৎফুন নাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সুজন মিয়া, সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইমরান, সহ-সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাহিদুর রহমান, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ এমদাদুল হক, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান ফিরোজ, সহ-প্রচার সম্পাদক মুক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার মুনমুন, ২ জন সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছা. নাছিমা খাতুন ও ও আশরাফিয়া বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. রোশেদা, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. আফরোজা বেগম এবং ৯ জন কার্যকরী সদস্য নূর নবী, জহিরুল ইসলাম, মো. তাফিউল ইসলাম, খন্দকার শরীফ হোসেন, অনামিকা রানী দেবনাথ, মো. আতিকুল ইসলাম, মো. আশরাফুল আলম, আব্দুল মালেক মিয়া ও মো. মনিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।