শেরপুরে ‘কবিসংঘ বাংলাদেশ’ এর মাসিক সাহিত্যালাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শেরপুর জেলা শহরের বটতলা কালিরবাজার এলাকায় কবিসংঘের ভারপ্রাপ্ত সভাপতি কবি রফিকুল ইসলাম আধার-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাহিত্যালাপে ‘শেরপুর থেকে সারাদেশ, কবিসংঘ বাংলাদেশ’ এ শ্লোগানকে ধারণ করে সারাদেশে সংগঠনটির বিস্তৃতি বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়।
কবিসংঘ বাংলাদেশ’র সাংগঠনিক সম্পাদক কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাহিত্যালাপ ও কবিতা পাঠে অংশ নেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কবি আরিফ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি হাফিজুর রহমান লাভলু, ম্যাগাজিন উপ-কমিটির সদস্য সচিব কবি ও ঔপন্যাসিক আশরাফ আলী চারু, বহুগ্রন্থ প্রণেতা কবি মহিউদ্দিন বিন জুবায়েদ, কবি ও ঔপন্যাসিক হাসান শরাফত, কবি রবিউল আলম টুকু, কবি কালাম বিন আব্দুর রশিদ, কবি আবু বকর সিদ্দিক, কবি মাছুদুল আলম সরকার, কবি নাছিম তালুকদার, কবি কামরুজ্জামান বাদল ও কবি শেখ ফয়জুর রহমান প্রমুখ।
আলোচনান্তে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত গুলোর মধ্যে- আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কেন্দ্রীয় কমিটির সম্মেলনের লক্ষ্যে ডিসেম্বরের মধ্যে সদস্য নবায়ন, প্রকাশিতব্য স্মরণিকায় তালিকাভূক্ত সদস্যদের লেখা (ছড়া, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ ও রম্যরস) আহবান ও জমাদান, বিভিন্ন শাখা কমিটির সম্মেলন সম্পন্ন, সংগঠনের নামে ফেসবুক পেইজ খোলা ও নিয়মিত মাসিক সাহিত্যালাপসহ সকলের সাথে পারস্পারিক সম্পর্ক তথা সাহিত্যবন্ধন আরও জোরদার করণ উল্লেখযোগ্য।
সাহিত্যালাপে সংগঠনটির সার্বিক বিষয়াবলী তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. আবদুল আলীম তালুকদার। এছাড়া উপস্থিত কবিদের পাঠ করা স্বরচিত কবিতার উপর আলোকপাত করেন কবি ও অনুবাদক মোস্তাফিজুল হক।
অনুষ্ঠান শুরুতেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত কবি প্রথিতযশা সাংবাদিক কলামিষ্ট তালাত মাহমুদ-এঁর প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সেইসাথে তাঁর স্মৃতি ও রচনা সংরক্ষণ করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।