মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৭ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে পরিবারের লোকজন সাংসারিক কাজে ব্যস্ত থাকার ফাঁকে সবার অজান্তে বসত ঘরের পাশের এক পুকুরে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সাড়ে দশটার দিকে আব্দুল্লাহর জেঠি (চাচী) রাশিদা বেগম পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে ডাক চিৎকার শুরু করেন।

ডাক চিৎকার শুনে স্থানীয়রা এসে পুকুর থেকে শিশু আব্দুল্লাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102
error: ভাই, খবর কপি না করে, নিজে লিখতে অভ্যাস করুন।